ভারতে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য থেকে পুশব্যাক
ভারতে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য, আসামসহ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে 'বিদেশি' তকমা দিয়ে শত শত মুসলিম নাগরিককে জোরপূর্বক বাংলাদেশের সীমান্তে পাঠানোর অভিযোগ উঠে আসছে। ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, এসব মানুষদের অধিকাংশই বহু প্রজন্ম ধরেই তারা আসামের বাসিন্দা আর (NRC)তেও তাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
২০২৫ সালে মে মাসে (BSF) হঠাৎ করেই মুসলিম পরিবারগুলোর উপর ধরপাকড় চালায়। কাওকে কাওকে 'বিদেশি' আখ্যা দিয়ে গ্রেফতার করে, এরপর তাদের জোরপূর্বক বাংলাদেশ সীমান্তে পুশব্যাক করে। বলা হয়, তারা বাংলাদেশি এবং এখন থেকে তাদের সেই দেশেই থাকতে হবে।
৬৭ বছর বয়সী উফা আলি, তিনি আাসামেরই বাসিন্দা। তাকে সহ আরো ১৩জন কে "বিএসএফ" বাংলাদেশের সীমান্ত পুশব্যাক করে।
বাংলাদেশের সরকার জানায়, এসব পুশব্যাক ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। বাংলাদেশ পুলিশ ইন্ডিয়া থেকে পুশব্যাক করা লোকদের নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
আল জাজিরা