পাকিস্তানের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে জানা যায়। নিহতদের মাঝে পাঁচজন পুলিশ সদস্য ছিলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের একটি প্রতিবেদন হতে এ তথ্য জানা যায়।
আজ শনিবার (১১ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার রাতে ওই প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালানো হয়। এই ভয়াবহ আত্মঘাতী হামলার পরে ভারী অস্ত্র নিয়ে হামলা করে বন্দুকধারীরা। দুই পক্ষের তুমুল বন্দুকযুদ্ধ চলমান ছিল বেশকিছু সময়।
পুলিশ জানিয়েছেন, বন্দুকযুদ্ধে সশস্ত্র গোষ্ঠীর সাতজন ও পুলিশের পাঁচ সদস্য মোট ১২ জন নিহত হয়েছেন। পুলিশের ডিএসপি হাফিজ মুহাম্মাদ আদনান বলেছেন, পুলিশ ও নিরাপত্তাকর্মীরা সফলভাবে এই হামলা প্রতিরোধ করেছে। রাত সাড়ে ৮টাযর দিকে হামলা শুরু হওয়ার পরে গভীর রাত অব্দি দুই পক্ষের বন্দুকযুদ্ধ চলমান ছিল।
স্বাধীনতার বার্তা / মেবি
