অধ্যাপক ইউনুস আওয়ামী লীগকে নিয়ে যা বললেন
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এবারের আমেরিকা সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০ তম অধিবেশনে অংশগ্রহণ করেন । অধিবেশন চলাকালীন এর মাঝেই নিউইয়র্কের ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিও'র মেহেদি হাসান কে সাক্ষাৎকার দেন। সেখানে তার মূল বক্তব্য ছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে। প্রধান উপদেষ্টা সে সাক্ষাৎকার বলেন :শেখ হাসিনার ভারত আশ্রয় নেওয়া এবং আওয়ামী লীগের নির্বাচন নিষিদ্ধ করা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস তিনি সেই সাক্ষাৎকারে জানান আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি বরং তাদের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তারা দল হিসেবে বৈধ এবং তারা চাইলে তাদের কার্যক্রম চালু করা হতে পারে।