সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের  সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। আজ (সোমবার)  প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি লিখেন আজ সন্ধ্যা ০৭টা ৩০ মিনিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনূসের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে আলাপ করেছেন।১৫ মিনিটের ফোনালাপ ছিল সৌহার্দ্যপূর্ণ , উষ্ণ, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রমাণ বহন করে।

চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা চিঠি দিয়েছিলেন বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর আরোপ করা সম্পূরক শুল্ক পুনর্বিবেচনা করতে। ড.ইউনুস যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ঘাটতি কমানোর পদক্ষেপ নেয়ার কথা তুলে ধরেন ওনার চিঠিতে শুল্কারোপের সিদ্ধান্ত তিন মাস স্থগিতের অনুরোধ।

প্রধান উপদেষ্টা ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, আমি আমার উচ্চপর্যায়ের প্রতিনিধি পাঠিয়ে জানিয়েছি, ১৭ কোটি মানুষের দ্রুতবর্ধনশীল বাজারে আমরা যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়াতে আগ্রহী।এ উদ্যোগ গ্রহণকারী আমরাই প্রথম।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর