সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

যুক্তরাষ্ট্র তাদের বন্ধুদেশ অস্ট্রেলিয়া,ব্রিটেন এবং কানাডাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে 'নাট্যাভিনয়' হিসেবে আখ্যায়িত করেছে। ২১ই সেপ্টেম্বর রবিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এই তথ্য দিয়েছেন।

তিনি বলেছেন, 'আমাদের মনোযোগ শুধু কূটনীতিতে, নাটকীয়তায় নয়। আমাদের প্রাধান্য স্পষ্ট। আর তা হলো জিম্মিদের খালাস, ইসরায়েলের নিরাপত্তা। এর সাথে গোটা অঞ্চলের শান্তি এবং সমৃদ্ধি। তিনি হামাসকে এই অস্থিরতার জন্য দায়ী করছেন।

এর পূর্বে রবিবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মাল্টা, বেলজিয়াম ফ্রান্স এবং সান মারিনো আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এর ফলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে তাদের বন্ধুদের থেকে ধীরে ধীরে আরও আলাদা করে তুলবে বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই স্বীকৃতির বিষয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, 'আপনাদের জন্য আরেকটি বার্তা আছে ।' তিনি আরও বলেছেন 'জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না।'

জাতিসংঘের সদস্যরাষ্ট্রের মধ্যে তিন-চতুর্থাংশ সদস্যরাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। গত বছর স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিল।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর