ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
রবিবার যুক্তরাজ্য,কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে --আলজাজিরা ও গার্ডিয়ান। এ ঘোষণা সর্বপ্রথম আসে কানাডার পক্ষ থেকে। এরপর পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পক্ষ থেকে ঘোষণা আসে।
এক ভিডিওবার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, “শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধান নবজাগ্রত করতে আমি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি " ফিলিস্তিন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ।” কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, “ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে কানাডা।”
এর পূর্বে গত জুলাই মাসে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ ইউরোপের দেশ পর্তুগাল এবং ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল।এছাড়াও ইউরোপের আরো তিনটি দেশ নরওয়ে , আয়ারল্যান্ড ও স্পেন এই পদক্ষেপ গ্রহণ করেছিল। জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে প্রায় ৭৫ শতাংশ ।