সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন ইস্যুতে আয়োজিত এক সম্মেলনে ভিডিও বার্তায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাসকে অস্ত্র সমর্পণ করতে বললেন-- খবর মিডল ইস্ট আইয়ের।

তিনি জানান, যুদ্ধবিরতি হলে তিনি ফিলিস্তিনে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন দিবেন এক বছরের মধ্যে । তিনি আরও জানান যে,নতুন শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না।

তিনি যুদ্ধবিরতির তাগিদ দেন এবং বলেন গাজায় যেন মানবিক সহায়তা প্রবেশ করানো হয় এবং জিম্মিদের খালাস করা হয়। তিনি বলেছেন যারা এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তাদের অতিদ্রুত এই পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

ট্রাম্প সরকার আব্বাসের ভিসা বাতিল করার কারণে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে সরাসরি যোগ দিতে পারেননি । তাই ভিডিও বার্তায় অধিবেশনে ভাষণ দেন ।

জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ফিলিস্তিনের স্বীকৃতির দাবি প্রাধান্য পায়।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর