ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি নিহত
ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি মাত্র ২৮ বছর বয়সে গাজা সিটিতে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।
আল-জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজা সিটির আল-সাব্রা এলাকায় হামাস ও স্থানীয় দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মাঝে সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন।
প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে যে, সালেহ আলজাফারাওয়ির দেহ একটি ট্রাকের পেছনে পড়ে আছে ও তার গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেটটি আছে।
২৮ বছর বয়সী আলজাফারাওয়ি যুদ্ধের সময় উত্তর গাজা হতে বাস্তুচ্যুত হয়েছেন। তিনি গাজার ভেতর হতে যুদ্ধের খবর প্রচার করে বেশ পরিচিতি পান ও নিজের কাজের কারণে ইসরাইলের কাছ হতে বহুবার হুমকিও পেয়েছিলেন।
উল্লেখ্য, হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মাঝে সংঘর্ষে প্রায় ২৭ জন নিহত হয়েছেন। শনিবার হতে শুরু হওয়া এই সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯ সদস্য ও হামাসের ৮ যোদ্ধা নিহত হয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর হতে ইসরাইলের যুদ্ধ শুরুর পরে হতে এখন অব্দি ২৭০ জনেরও বেশি গণমাধ্যমকর্মী গাজায় নিহত হয়েছেন। যা সাংবাদিকদের জন্য ইতিহাসের সর্বোচ্চ প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত করা হচ্ছে।
স্বাধীনতার বার্তা / মেবি
