সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পেরুর বিখ্যাত পর্যটনকেন্দ্র মাচু পিচুর নিকট দু'টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে করে হতাহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ। এই দুর্ঘটনাতে প্রাণ হারিয়েছে ট্রেনের একজন চালক। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন, যাদের মাঝে আছে বিদেশি পর্যটকও।

সংঘর্ষের পরে তাদেরকে উদ্ধার করে পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। অনেককে ঘটনাস্থলেই দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদের মাঝে অন্তত ২০ জনের অবস্থা গুরুতর।

পুলিশ জানায়, এখনো পর্যন্ত জানা যায়নি দুর্ঘটনার কারণ। শুরু করা হয়েছে তদন্ত।

দুর্ঘটনার শিকার দু'টি ট্রেনই পর্যটকদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত হয়ে থাকে বলে জানা যায়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর