পৃথিবীকে উড়িয়ে দেওয়ার মতো পরমাণু অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, কেবল উত্তর কোরিয়াই নয় বরং রাশিয়া ও চীনও পরমাণু অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, রাশিয়া ও চীন পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালেও, তারা এই বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায় না।
এইদিকে, ৩০ বছরেরও অধিক সময় পরে মার্কিন সেনাবাহিনীকে পরমাণু অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া ফের শুরু করার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ‘অন্য সব দেশগুলো এই ধরনের অস্ত্র পরীক্ষা করছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রই এই রকম কোনো কাজ করছে না। এই বিষয়ে যুক্তরাষ্ট্রই কেবল একমাত্র দেশ হোক এটা আমি চাই না।’ ট্রাম্প নিশ্চিত করে বলেছেন, ওয়াশিংটন কোনো পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায় না, অস্ত্রগুলো কীভাবে কাজ করবে সেটি দেখার জন্য পরীক্ষা করতে চান তিনি।
তিনি বলেছেন, অস্ত্র তৈরির পরে যদি পরীক্ষা করা না হয়, তবে সেগুলো কাজ করে কিনা, সেটি বোঝা কোনোভাবেই সম্ভব নয়।
ট্রাম্প আরও বলেছেন, অন্য যেকোনো দেশের চাইতে অধিক পরমাণু অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের।
তিনি বলেছেন, ‘রাশিয়া দ্বিতীয়, চীন বহু দূরে তৃতীয় অবস্থানে। তবে পাঁচ বছরের মাঝে তারা সমান হয়ে যাবে। তারা অতিদ্রুত পরমাণু অস্ত্র তৈরি করছে।’
ট্রাম্প আরও বলেছেন, ‘আমার ধারণা আমাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য কিছু একটা করা উচিত। আমাদের নিকট বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো পর্যাপ্ত পরমাণু অস্ত্র রয়েছে।’
স্বাধীনতার বার্তা / মেবি
