সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

গতকাল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজারা নিশ্চিত করেছে গাজায় ইসরায়েলি হামলায় উপত্যকায় প্রাণ গেছে আরও ৮৩ জনের। সেইসাথে তীব্র হচ্ছে খাদ্য সংকট। ত্রাণ সংগ্রহের সময় আবারো নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি সৈন্যরা। এ সময় প্রাণ হারান ৫৮ জন ত্রাণপ্রার্থী। অপরদিকে, দেইর-আল-বালায় ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত হয়েছেন ২০ জন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হচ্ছেন বহু গাজাবাসী। ইসরায়েলি-সৃষ্ট দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য ত্রাণ গ্রহণের সময় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১,৫৬০ জনেরও বেশি ফিলিস্তিনি। খাদ্য বিতরণ কর্মসূচির এই ভয়াবহ পরিস্থিতির তীব্র সমালোচনা করেছে জাতিসংঘসহ অন্যান্য মানবিক সংস্থাগুলো।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর