পাকিস্তান সীমান্তে সংঘর্ষ
পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার কুররাম এলাকাতে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে করে একজন ক্যাপ্টেনসহ মোট ছয় পাকিস্তানি সেনা ও ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর সাত সদস্য নিহত হন। গতকাল বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একটি বিবৃতিতে এই কথা জানায়।
আইএসপিআর জানিয়েছেন, কুররাম জেলাতে গোয়েন্দা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় প্রক্সি গ্রুপ ফিতনা আল খোয়ারিজের সন্ত্রাসীদের উপস্থিতির খবর পাওয়ার পরে নিরাপত্তা বাহিনী কুররাম জেলার ডোগার এলাকাতে এ অভিযানটি পরিচালনা করেন।
এতে আরও বলা হয়েছে, সেনাদের হামলার ফলে মোট সাত সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়াও ক্যাপ্টেন নোমান সেলিমসহ ছয়সেনা নিহত হন।
সংঘর্ষে নিহত সেনারা হলেন-হাবিলদার আমজাদ আলী (৩৯), নায়ক ওয়াকাস আহমদ (৩৬), সিপাহী আইজাজ আলী (২৩), মিয়ানওয়ালির বাসিন্দা তরুণ মেডিকেল অফিসার ক্যাপ্টেন নোমান সালিম (২৪), , সিপাহী মুহাম্মদ ওয়ালিদ (২৩) ও সিপাহী মুহাম্মদ শাহবাজ (৩২)।
বিবৃতিতে আরও বলা হয়, এলাকাতে লুকিয়ে থাকা অন্য কোনো ভারত-সমর্থিত খোয়ারিজের নির্মূল করার জন্য অপারেশন চালানো হচ্ছে।
স্বাধীনতার বার্তা / মেবি
