সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইসলামাবাদে এই জারি দুই মাসের জন্য থাকবে ও রাওয়ালপিন্ডিতে সোমবার হতে ৩ ডিসেম্বর পর্যন্ত সকল ধরনের জনসমাগম ও অস্ত্র প্রদর্শন বন্ধ থাকবে। একটি প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এই তথ্য জানিয়েছে।

নিষিদ্ধ করা হয়েছে যেকোনো রকমের সভা, সমাবেশ অথবা বিক্ষোভ কর্মসূচি। হাইকোর্টের বাইরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে এই কর্মসূচি ঘিরে। আইন অমান্যে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয় প্রশাসন।

গত সপ্তাহে, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রতিষ্ঠাতা ইমরান খানের সাথে সাক্ষাতের দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পিটিআই। প্রায় এক সপ্তাহ ধরে পাকিস্তানের আদিয়ালা কারাগারে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে ইমরান খানকে। মিলছে না পরিবার, ডাক্তার অথবা আইনজীবীদের সাথে সাক্ষাতের সুযোগ।

ইসলামাবাদ পুলিশ হুমকি দেয়, যে অথবা যারা ১৪৪ ধারা ভঙ্গ করে ‘গণ জমায়েত’ অথবা ‘সমাবেশ’ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর