পাকিস্তানি ক্রুবাহী ট্যাংকারে ড্রোন হামলা
পাকিস্তানি ক্রুবাহী একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের ট্যাংকারে ইসরাইল ড্রোন হামলা চালিয়েছে। ট্যাংকরটি সেপ্টেম্বর মাসের শুরুতে ইয়েমেনের একটি বন্দরে স্থিরকরণ করা ছিল।
পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল অর্থাৎ ২৭ই সেপ্টেম্বর এ তথ্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মহসিন নাকভি লিখেছেন, ‘একটি এলপিজি ট্যাংকার, যেখানে ২৭জন ক্রু ইসরাইলের ড্রোন হামলার স্বীকার হয়েছে।'
তিনি আরও লিখেছেন, ‘ড্রোন হামলার পরে জাহাজটির একটি এলপিজি বিস্ফোরিত হয় যার ফলে এতে আগুন ধরে যায়। যা ক্রুরা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরপর হুথিরা জাহাজটির কর্তৃত্ব নেয় এবং ক্রুদের বন্দি করে।
কিন্ত হুথিরা পরবর্তীতে ট্যাংকার এবং ক্রুদের ছেড়ে দেয়। এখন এটি ইয়েমেনের জলসীমার বাইরে আছে বলে জানা গেছে।
ক্রুদের নিরাপত্তা নিয়ে নিরাশ হলেও বেসামরিক ও নিরপত্তাকর্মীদের উদ্যোগে পাকিস্তানি ক্রুরা উদ্ধার পান বলে জানিয়েছেন তিনি।