সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাকের গুরগুরি এলাকাতে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশটির পুলিশের গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে করে দেশটির কমপক্ষে পাঁচজন পুলিশের সদস্য নিহত হয়েছে।

দেশটির জেলা পুলিশের মুখপাত্র সৈকত খান এই হামলা ও হতাহতের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের বিশাল বহর অবস্থান করছে, এর মাঝে জেলা পুলিশের কর্মকর্তা আছেন। হামলাকারীদের ধরার জন্য অভিযান চলমান আছে। একটি প্রতিবেদনে বলা হয়, হামলার প্রকৃত কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। কিন্তু জেলা পুলিশের মুখপাত্রের শেয়ার করা ছবিতে গাড়ির পুড়ে যাওয়া অংশ দেখা যায়। 

খাইবার পাখতুনখোয়া নানা এলাকাতে পুলিশকে লক্ষ্য করে সিরিজ হামলার এটি হচ্ছে সর্বশেষ ঘটনা। 

গত সপ্তাহে লাক্ষি মারওয়াতে বন্দুক হামলাতে পুলিশের এক কর্মকর্তা ও তার ভাই নিহত হন। এছাড়াও চলতি মাসের শুরুতে একই এলাকাতে আত্মঘাতী হামলাতে একজন পুলিশ নিহত হয়েছে ও আরো পাঁচজন আহত হয়েছে। 

এর পূর্বে নভেম্বরে ওই একই প্রদেশের হাঙ্গুতে চেকপোস্টে সন্ত্রাসী হামলাতে তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর