পাকিস্তান যুদ্ধ বিরতি দিয়ে আবারও বিমান হামলা চালিয়েছে
আফগানিস্তান পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা যুদ্ধবিরতির মাধ্যমে বন্ধ থাকলেও নতুন করে আবারও সহিংসতায় রূপ নিয়েছে। সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।
এতে অন্তত ১০ জন বেসামরিক মানুষ নিহত এবং ১২ জন আহত হয়েছেন।শনিবার (১৮ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের হামলা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছে আফগান কর্মকর্তারা। নিহতদের মধ্যে তিনজন স্থানীয় ক্রিকেটার রয়েছে বলেও জানায় কাবুল।এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এতে প্রদেশের রাজধানী শারানায় স্থানীয় একটি ফ্রেন্ডলি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে তিন ক্রিকেটার প্রাণ হারান।
এ ঘটনায় পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তানের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে এসিবি।আফগান তালেবানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম এএফপিকে জানান, শুক্রবার রাতে পাকতিকা প্রদেশের তিনটি এলাকায় পাকিস্তান বিমান হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। আফগানিস্তান এর জবাব দেবে।’
এর আগে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে প্রায় এক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের সেনা ও বেসামরিক মিলিয়ে কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পর বুধবার বিকেলে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হয়। সময়সীমা শেষ হলে দোহায় আলোচনা পর্যন্ত উভয়পক্ষের সম্মতিতে পরে বাড়ানো হয় যুদ্ধবিরতির সময়।হামলার বিষয়ে পাকিস্তানের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, তাদের বাহিনী আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান তালেবানের (টিটিপি) সঙ্গে যুক্ত স্থানীয় গোষ্ঠী হাফিজ গুল বাহাদুর গ্রুপকে লক্ষ্য করে “নির্ভুল বিমান হামলা” চালিয়েছে।
ইসলামাবাদ জানিয়েছে, একই গোষ্ঠী আফগানিস্তানের সীমান্তবর্তী ফেডারেলি অ্যাডমিনিস্ট্রেটেড ট্রাইবাল এরিয়া জেলার একটি সামরিক ক্যাম্পে শুক্রবার আত্মঘাতী বোমা হামলা এবং বন্দুক হামলায় জড়িত ছিল। ওই হামলায় সাতজন পাকিস্তানি আধাসামরিক সেনা নিহত হন।এদিকে হামলার পরপরই আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, শনিবার কাতারের দোহায় পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী আজ দোহায় পাকিস্তান পক্ষের সঙ্গে আলোচনা শুরু হবে।’
স্বাধীনতার বার্তা/ ইম
