অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডেলসি রদ্রিগেজ। দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) বার্ষিক অধিবেশনে তিনি এই শপথ নিয়েছেন। এর মাধ্যমেই নতুন বছরের জন্য দেশটির আইনসভা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।
শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, দেশের প্রতি অবৈধ সামরিক আগ্রাসনের কারণে ভেনেজুয়েলার জনগণের যে কষ্ট হয়েছে, সে কষ্ট নিয়ে শপথ গ্রহণ করতে এসেছেন।
এর পূর্বে, যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পরে দেশটির সুপ্রিম কোর্ট ডেলসিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছে।
স্বাধীনতার বার্তা / মেবি
