সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ওমরাহ পালনের নিয়ম-নীতিতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। সদ্য এই নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। এতে করে ভ্রমণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে বলে আশা করছেন সৌদি কর্তৃপক্ষ।

এখন হতে ভিসা আবেদন হতে শুরু করে হোটেল, পরিবহনসহ সবকিছুই সরকারি প্ল্যাটফর্ম দ্বারা করতে হবে। এরূপ কিছু শর্ত মানতে হবে ওমরাহ করতে ইচ্ছুক মুসল্লিদের।

পরিবার কিংবা আত্মীয়ের বাসায় থাকার ক্ষেত্রে হোস্টের ইউনিফাইড সৌদি আইডি ভিসার সাথে যুক্ত করতে হবে। সময় পরিবর্তন বা সফর পেছালেও একই আইডি সিস্টেমে সংশোধন করতে হবে।

পর্যটক ভিসায় ওমরাহ করা যাবে না। এখন হতে পর্যটক ভিসায় ওমরাহ পালন আর সম্ভব নয়।

হজযাত্রীদের নুসুক প্ল্যাটফর্ম দ্বারা একটি ডেডিকেটেড ওমরাহ ভিসার জন্য আবেদন করতে হবে, হয় ই-ভিসা হিসেবে কিংবা অনুমোদিত অপারেটরদের মাধ্যমে প্যাকেজ বুকিং করে।

ভিসার সাথে সফরসূচি জমা দিতে হবে, যা পরবর্তীতে পরিবর্তন কিংবা স্থগিত করা যাবে না। নির্ধারিত সময়ের অধিক অবস্থান করলে জরিমানা দিতে হবে।

যে কোনো নিয়ম লঙ্ঘনের কারণে ভারি জরিমানা আছে। নিয়ম ভঙ্গের কারণে কর্তৃপক্ষ হজযাত্রী ও এজেন্ট উভয়ের ওপরই বড় ধরনের জরিমানা জারি করতে পারে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর