ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯জনের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নার্সিং হোম
রোববার রাত প্রায় দশটার দিকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফ্যাল রিভার শহরের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ফায়ার চিফ জেফ্রি বেকন সাংবাদিকদের জানান, গতরাতে এ ভবনে নয়জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে নেওয়া হয়েছে প্রায় ৩০ জনকে এবং অন্তত ১২ জনকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস কর্মীদের মই ব্যবহার করতে হয়েছে।
ঘটনার সময় ভবনের সামনের অংশে আগুন ও ঘন ধোঁয়া দেখা যায় এবং অনেকেই তখনো ভেতরে আটকা ছিলেন বলে জানান বেকন। আগুনে আহত পাঁচ দমকলকর্মী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কীভাবে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।