সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

সম্প্রতি ফাঁস হল হওয়া গোয়েন্দা খবরে জানাগেছে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় যে হামলা চালিয়েছে তাতে পুরাপুরি সফল হয়নি। তবে পরে গোয়েন্দা সূত্র জানা গেছে। যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে তাতে ইরান পারমাণবিক প্রকল্পে কয়েক বছর পিছিয়ে গেছে। এই তত্ত্ব ফাঁস হওয়ার পর অনেকে ধারণা করছেন,
এতে ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য যুদ্ধ জড়ানো হচ্ছে।  কিন্তু বর্তমান প্রসিডেন্টের প্রকাশ্য বুঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কোন আগ্রহ নেই। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে অংশগ্রহণ করার কোন আগ্রহ নেই।

ট্রাম্পের ভাষ্যা অনুযায়ী,  ইরান আর আগের অবস্থানে নেই। তিনি এমনও ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের সাথে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করতেও আপত্তি নেই।

আগামী সপ্তাহে ইরান এবং যুক্তরাষ্ট্রের আলোচনা সভার ঘোষণা এসেছে।  যদিও আলোচনার পথ খোলা রাখা হয়েছে, তবে ট্রাম্পের প্রধান আলোচক স্টিভ উইটকফ কিছু কঠোর শর্ত আরোপ করেছে।
তিনি একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অবস্থান আগের মতই “শূন্য সমৃদ্ধকরণ” ইরান যেন ইউরেনিয়াম কোন ভাবেই সমৃদ্ধ করতে না পারে।
উল্লেখযোগ্য ভাবে ইজরায়েলের বৈঠকের কথাও উঠে এসেছে। বলা হচ্ছে ইজরায়েল আলোচনায় যেন " বিষাক্ত বড়ি" না খাওয়ায়। অর্থাৎ এমন কোন শর্ত আরোপ যেন নাকরে যা আলোচনাকে ভঙ্গ করে দেয়।


বিশ্লেষকদের মতে, যদি যুক্তরাষ্ট্রের " রেড লাইন " অতিক্রম না করা হয় তাহলে আলোচনা করা সম্ভব। তবে যুদ্ধে আগ্রহী দলগুলো এই সুযোগ কাজে লাগিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে পারে

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর