মালয়েশিয়াতে পাচারকালে নৌকাডুবি
মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তের নিকট ৯০ জন অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে বলে জানা যায়। সমুদ্রে ভাসতে থাকা একজন রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়। এছাড়াও আরও ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাতে নৌকা ডুবির এই ঘটনা ঘটেছে।
কেদাহ পুলিশ প্রধান আবু শাহ জানায়, অভিবাসীরা অন্তত ৩০০ জনের একটি বড় দলের অংশ বলে ধারণা করা হচ্ছে।
তিন দিন পূর্বে যখন তারা মালয়েশিয়ার জলসীমার নিকট আসছিল, তখন সিন্ডিকেট তাদের তিনটি ছোট নৌকাতে ভাগ করে দেয়, প্রতিটি নৌকাতে ৯০ জন করে ছিলেন।
তিনি জানিয়েছে, ‘৯০ জন যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। অপর দুইটি নৌকা এখনও খুঁজে পাওয়া যায়নি।’
তিনি আরও বলেছেন, উদ্ধারকৃত ছয়জন হলো মিয়ানমারের নাগরিক, যাদের মাঝে রোহিঙ্গা ও বাংলাদেশিরাও আছেন।
আবু শাহ বলেন, ‘নৌকা ডুবির শিকার অন্যদের ও বাকি দুইটি নৌকা খুঁজে বের করার জন্য মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি ও মেরিন পুলিশের সহায়তাতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান আছে।’
স্বাধীনতার বার্তা / মেবি
