বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত
বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মধ্য-ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির রদ্রিগো পাজ। তার জয়ের ভিতর দিয়ে মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) দলের অন্তত ২০ বছরের শাসনের সমাপ্তি ঘটলো।
৯৭ শতাংশ ভোট গণনার পরে দেখা গেছে, পাজ প্রায় ৫৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দেশটির সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল (টিএসই) জানিয়েছেন, পাজের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থী সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জর্জ টুটো কুইরোগা ৪৫ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছে।
৫৮ বছর বয়সী রদ্রিগো পাজ তার বাবা সাবেক বামপন্থী প্রেসিডেন্ট জেইম জামোরাকে মান্য করে রাজনীতিতে আসেন। তিনি সকলের উদ্দেশ্যে পুঁজিবাদী কৌশল প্রণয়ন, কর ছাড়, শুল্ক হ্রাস ও জাতীয় সরকারের বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন।
নির্বাচনী ফলাফল ঘোষণার পরে পাজের ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী এডম্যান্ড লারা ঐক্যের আহ্বান জানিয়েছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
