সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি নবনির্মিত ৫,০০০ টন ওজনের ডেস্ট্রয়ার জাহাজের ক্ষতির জন্য কর্মকর্তাদের তীব্রভাবে তিরস্কার করেছেন। রাষ্ট্রীয় সংবাদসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বৃহস্পতিবার জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর চংজিনে জাহাজটির উৎক্ষেপণ অনুষ্ঠানে পরিবহন ক্র্যাডল অকালে বিচ্ছিন্ন হয়ে হাল ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনার কারণ হিসেবে "অভিজ্ঞ কমান্ডের অভাব ও অপারেশনাল অসাবধানতা" চিহ্নিত করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কিম এটিকে "সম্পূর্ণ অসাবধানতা, দায়িত্বজ্ঞানহীনতা ও অবৈজ্ঞানিক কর্মপদ্ধতির ফল" বলে কঠোর ভাষায় নিন্দা জানান। তিনি সতর্ক করে বলেন, কোরিয়ান ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির আগামী সভায় দায়ী কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জাহাজ মেরামতের জরুরি নির্দেশ দিয়ে তিনি একে "রাষ্ট্রের কর্তৃত্বের সঙ্গে জড়িত রাজনৈতিক ইস্যু" আখ্যায়িত করেন। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রে জানা গেছে, উত্তর কোরিয়া জাহাজটির পার্শ্ব-উদ্বোধন সফলভাবে সম্পন্ন করতে পারেনি এবং এটি আংশিকভাবে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

 

  • বিরল দায়স্বীকার: উত্তর কোরিয়ায় সরকারি স্তরে অদক্ষতা বা ভুলের স্বীকারোক্তি অত্যন্ত অস্বাভাবিক। ক্ষমতাসীন কিম পরিবারকে দেশে "ঈশ্বরতুল্য" মর্যাদা দেওয়া হয়।

  • জাহাজটির কৌশলগত গুরুত্ব: গত ২৫ এপ্রিল এই ডেস্ট্রয়ারটিকে "সবচেয়ে শক্তিশালী অস্ত্রে" সজ্জিত করে উন্মোচন করেন কিম। তিনি একে "সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা ও উন্নত নৌশক্তি গঠনের মাইলফলক" বলে অভিহিত করেছিলেন।

  • বৈপরীত্য: উৎক্ষেপণ অনুষ্ঠানে কিমের গর্বিত ঘোষণা ("নতুন প্রজন্মের প্রথম যুদ্ধজাহাজের জন্ম") এবং পরবর্তী দুর্ঘটনার মাঝে বড় বৈপরীত্য তৈরি হয়েছে।

জুন মাসে অনুষ্ঠেয় কোরিয়ান ওয়ার্কার্স পার্টির পূর্ণাঙ্গ সভায় এই ঘটনার তদন্ত ও জবাবদিহিতা আলোচিত হবে।

জাহাজটি দ্রুত মেরামতের লক্ষ্যে বিশেষ টিম গঠন করা হয়েছে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর