নির্ধারিত ৩টি এয়ারপোর্ট দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে বাংলাদেশি যাত্রীরা
বাংলাদেশসহ আরো ২৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পূর্বে সর্বোচ্চ ১৫ হাজার ডলার অবধি জামানত (বন্ড) জমা দিতে হবে। এছাড়া ভিসা বন্ড প্রদানকারী যাত্রীদের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তিনটি বিমানবন্দর নির্দিষ্ট করে দেয়া হয়। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশি যাত্রীরা যেই ৩টি এয়ারপোর্ট দ্বারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে সেগুলো হচ্ছে — বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
এ নির্ধারিত এয়ারপোর্টগুলো ব্যতীত অন্য কোনো পথে প্রবেশ কিংবা বের হলে বন্ডের শর্ত ভঙ্গ হবে বলে মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা যদি 'বি-১' অথবা 'বি-২' ভিসা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হয় তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। কিন্তু, সেই ক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলারের বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এ জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানানো হয়।
কিন্তু, বাংলাদেশি যাত্রীদের নতুন এই নীতি কার্যকর করা হবে আগামী ২১ জানুয়ারি হতে।
স্বাধীনতার বার্তা / মেবি
