সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার মাধ্যমে তার জনপ্রিয়তা পুনরুদ্ধারের পথে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আকিভা এলদার। যদিও তিনি এখনো দুর্নীতির অভিযোগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর নিরাপত্তা ব্যর্থতার জন্য তদন্তের মুখোমুখি, তারপরও যুদ্ধ পরিস্থিতি যেন তার রাজনৈতিক ভাগ্য বদলে দিয়েছে।

আকিভা এলদারের মতে, আজ আমরা গাজার দিকে আর তাকাচ্ছি না, বরং মানুষ নেতানিয়াহুকে নায়ক হিসেবে দেখছে। এখনও প্রায় ২০-২২ জন ইসরায়েলি বন্দী জীবিত থাকার পরও, তিনি তাদের মুক্তির কোনও দায়ভার নিচ্ছেন না। তবুও তার জনপ্রিয়তা বেড়েই চলেছে।

তিনি আরও বলেন, নেতানিয়াহু এমন এক অবস্থানে পৌঁছেছেন, যেখানে তিনি নিজেকে ‘ঈশ্বরপ্রদত্ত লক্ষ্য’ পূরণের পথে ভাবছেন ‘উত্তরাধুনিক নাৎসিদের’ ধ্বংস, অর্থাৎ ইরানকে নির্মূল করা। আজ যদি নির্বাচন হয়, তবে দুর্নীতির বিচার কিংবা নিরাপত্তা ব্যর্থতা মানুষ ভুলে যেতে পারে।

নির্বাচনী রাজনীতিতে নিরাপত্তাজনিত উত্তেজনা প্রায়শই জনমত ঘুরিয়ে দিতে পারে, এবং এলদারের মতে নেতানিয়াহু এখন ঠিক সেই কৌশলেই সফল হতে যাচ্ছেন।


আল জাজিরা

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর