নেপালে ভারী বর্ষণ নিহত ৩৯
ভারী বর্ষণের কারণে নেপালে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা গিয়েছে। ভূমিধসের জন্যে বন্ধ হয়ে গেছে অনেক রাস্তাঘাট। ভেঙে গেছে সেতু। গত ৩৬ ঘন্টায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভারতের পূর্ব সীমান্তবর্তী ইলাম জেলায় আলাদা আলাদা ভূমিধসে ১৮ জন মারা গিয়েছে। দক্ষিণ নেপালে বজ্রপাতে তিনজন ও পূর্ব নেপালের উদয়পুর জেলায় বন্যায় একজন মোট চারজনের মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার হতে ১১ জন বন্যায় ভেসে গিয়েছে। এখনও তাদের খোঁজ পাওয়া যায়নি। ভূমিধসের জন্যে বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে উঠে গেছে বন্যার পানি। যার কারণে শত শত যাত্রী আটকা পড়েছেন।
দক্ষিণ-পূর্ব নেপালে কোশি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা যায়।
প্রায় প্রতি বছর জুনের মাঝামাঝি হতে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষা মৌসুমে বেশিরভাগ পাহাড়ি এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দেয়।
আবহাওয়া কর্মকর্তারা বলেছেন যে সোমবার অব্দি এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা আছে।