মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে হামলা, নিহত ৪০
মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উৎসবে সেনাবাহিনীর হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা
হামলায় হতাহতদের মাঝে বেশ কয়েকজন শিশু ছিল। চাউং-ইউ টাউনশিপের নিকটে একটি গ্রামে জান্তা বিরোধী মোমবাতি প্রজ্বলন সমাবেশে বোমা হামলা চালায় সেনাবাহিনীরা।
এক প্রত্যক্ষদর্শীর তথ্যমতে, হামলার পরে ঘটনাস্থলে লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। বহু মানুষের লাশ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। নিহতদের মাঝে বেশিরভাগই সাধারণ মানুষ।সোমবার সন্ধ্যার দিকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব পালনের পাশাপাশি জান্তাবিরোধী এক বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের আয়োজক কমিটির একজন নারী সদস্য বলেন, সন্ধ্যায় থাদিঙ্গুত পূর্ণিমা উৎসবের উদ্দেশ্যে চাউং ইউ শহরে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। এই সময় উৎসবে অংশ নেওয়া লোকজন জান্তা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। ঠিক সেই সময় সেনাবাহিনী বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে বোমা নিক্ষেপ করে।
২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর হতে মিয়ানমারে গৃহযুদ্ধ চলমান।
স্বাধীনতার বার্তা / মেবি
