তেহরানে রাষ্ট্রীয় শেষযাত্রা: শহীদদের স্মরণে শোকের ঢল
তেহরানে সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানি সেনা, বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের জন্য রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়াতুল্লাহ খামেনি জানাজায় নেতৃত্ব দেন এবং কফিনগুলো ইনকিলাব স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত শোকযাত্রার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়।
ইরানের সরকারি টেলিভিশনের মতে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন উচ্চপদস্থ সামরিক কমান্ডার ও পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত বিজ্ঞানী। এই অনুষ্ঠানকে বিপ্লবের জন্য গৌরবময় মুহূর্ত বলে আখ্যা দিয়েছে তেহরান। জনসমাগম ছিল চোখে পড়ার মতো, মানুষ জাতীয় পতাকা ও শহীদদের ছবি হাতে নিয়ে শোক প্রকাশ করে।