এবার মোসাদের নতুন প্রধান মেজর জেনারেল রোমান গফম্যান
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হিসেবে এবার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মেজর জেনারেল রোমান গফম্যান। তাকে নিয়োগ দিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পাঠানো একটি বিবৃতিতে এই তথ্যটি জানানো হয়েছে।
আগামী বছরের জুন মাসে মোসাদের বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ার স্থলাভিষিক্ত হবেন গফম্যান। প্রেসিডেন্ট নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এছাড়া গফম্যান দীর্ঘ সামরিক ক্যারিয়ারে ইসরায়েলি সেনাবাহিনীতে (আইডিএফ) বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি আর্মর্ড কর্পসে যোদ্ধা ও কমান্ডার, ৭৫তম ব্যাটালিয়ন ও ৭ম ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার, ‘গা’আশ’ ফরমেশনের (৩৬তম ডিভিশন) কর্মকর্তা ও ‘হাবাশেন’ ডিভিশন (২১০)–এর কমান্ডারসহ নানা রকম পদে দায়িত্ব পালন করেছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
