জেন জি আন্দোলন মরক্কোতে নিহত ২
মরক্কোতে টানা পাঁচ রাত যাবৎ সরকারবিরোধী বিক্ষোভ চলমান। বুধবার দক্ষিণাঞ্চলের একটি শহরে বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে নিহত হয়েছেন দুইজন।
রাজধানী রাবাত হতে প্রায় ৫০০ কিলোমিটার দূরের লেকলিয়া শহরে এঘটনা ঘটে।
সরকারি বার্তা সংস্থা এমএপি স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহত দুইজনকে বিশৃঙ্খলাকারী বলা হয়েছে ও পুলিশ নাকি আত্মরক্ষার্থের জন্য গুলি চালায়। তাদের অভিযোগ হলো বিক্ষোভকারীরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্ত প্রত্যক্ষদর্শীরা এরূপ তথ্য নিশ্চিত করতে ব্যর্থ হয়।
এমৃত্যুই চলমান বিক্ষোভের প্রথম প্রাণহানি। দেশজুড়ে সরকারি সেবার অবস্থা ও ব্যয়ের প্রতিবাদে ছড়িয়ে পড়া এই আন্দোলন ধীরে ধীরে সহিংস রূপ ধারণ করছে।কিন্ত বুধবার সন্ধ্যায় অনেক শহরে সহিংসতা ছড়িয়ে পড়ায় স্লোগান অনেকটাই শান্ত হয়ে যায়। এর পূর্বে কয়েকদিন ধরে ১২টিরও বেশি শহরে ব্যাপক গ্রেপ্তার অভিযানের পর পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়, বিশেষ করে সেসব এলাকায় যেখানে কর্মসংস্থান কম ও সরকারি সেবা ভেঙে পড়েছে।
রাজধানী রাবাতের ঠিক পাশের দরিদ্র শহর সালেতে অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদক দেখেছেন, শত শত মুখোশধারী তরুণ-অধিকাংশই কিশোর গাড়ি, ব্যাংক ও দোকানে আগুন লাগাচ্ছে, কাচ ভাঙছে ও লুটপাট চালাচ্ছে। সে সময় আশেপাশে কোনো পুলিশ উপস্থিত ছিল না বলে জানানো হয়।