সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ঘণ্টাতে প্রায় ১০০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার স্থলভাগে আঘাত হানে। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকাতে তীব্র বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে।

মঙ্গলবার ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্যমতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় আনুমানিক রাত ৮টায় অন্ধ্রপ্রদেশের উপকূলে এই ঝড়টি আঘাত হানা শুরু হয়েছে। বর্তমানে সেটি অন্ধ্রপ্রদেশের উপকূল তছনছ করে দিচ্ছে। পশ্চিমবঙ্গে বড় আঘাত হানার কোনো রকম সম্ভাবনা নেই বলে জানানো হয়। তারপরও উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় মোন্থা’র নামকরণ হয়েছে থাই ভাষাতে, যার অর্থ হচ্ছে সুগন্ধি ফুল। ভারতের আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ আপডেটে বলেছে যে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে ও আগামী ৩-৪ ঘণ্টার মাঝে কাকিনাড়ার আশেপাশে মাছিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে ও প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে। এইটি ঘণ্টায় সর্বোচ্চ ৯০-১০০ কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন মঙ্গলবার রাত ৮.৩০ টা হতে বুধবার সকাল ৬ টা অব্দি এ সাতটি জেলাতে সমস্ত যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ঘূর্ণিঝড়টি রাজ্যের ২২টি জেলার মোট ৪০৩টি অঞ্চলকে প্রভাবিত করার সম্ভাবনা আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর