মিয়ানমারে হঠাৎ বিমান হামলায় নিহত ৪০
মিয়ানমারে একটি উৎসব চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। এক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় আয়োজক কমিটির একজন সদস্য এই তথ্য এএফপিকে জানান, ৭ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, রাত প্রায় ৭টার দিকে যখন মানুষ উৎসবে ও জান্তা-বিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছিল, তখন বোমা বিস্ফোরণে ৪০ জনেরও বেশি নিহত হন এবং প্রায় ৮০ জন আহত হন।
তিনি আরও জানান, কমিটি লোকজনকে সতর্ক করেছিল এবং এক-তৃতীয়াংশ জনতা পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু ঠিক তখনই একটি মোটরচালিত প্যারাগ্লাইডার ভিড়ের ওপর দিয়ে উড়ে এসে মাঝখানে দুটি বোমা ফেলে।ওই নারী আরও বলেন, শিশুদের দেহ সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল।
উল্লেখ্য, তিনি নিজে হামলার সময় উপস্থিত না থাকলেও ৭ অক্টোবর নিহতদের জানাজায় অংশ নিয়েছেন বলে জানান।
স্বাধীনতার বার্তা/ইম
