সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ইরান থেকে ইসরায়েলের উদ্দেশে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং হামলা প্রতিহত করার চেষ্টা চলছে বলে জানায় বাহিনীটি।

সিএনএনের বরাত দিয়ে জানা গেছে, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে তেল আবিব ও জেরুজালেমে, সতর্কতা সংকেত (সাইরেন) বেজে ওঠে। রাজধানীর আকাশে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ এবং ছুটে চলার দৃশ্যও ধরা পড়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ক্যামেরায়।

আইডিএফ বলছে, প্রতিরক্ষা ব্যবস্থা চালু থাকলেও তা শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। সাধারণ জনগণকে আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থানের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ জানায়, মধ্য ইসরায়েলের পেতাহ টিকভা শহরের একটি ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। ওই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন, যাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদোম জানিয়েছে, তাদের টিম ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দিকে রওনা দিয়েছে। পাশাপাশি আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী এখন পাল্টা প্রতিরোধমূলক অভিযানে যুক্ত রয়েছে।


বিবিসি র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়ার কাজ একযোগে চলছে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর