মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহারের অনুমতি হারাল ইসরায়েল
নিজেদের প্রযুক্তি ব্যবহারে ইসরায়েলের সেনাবাহিনীর অনুমতি বাতিল করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। ইসরাইলের সেনাবাহিনী এই প্রযুক্তি ব্যবহার করে গাজা ও পশ্চিম তীরে অবস্থিত লাখো ফিলিস্তিনির ফোন কলের তথ্য সংগ্রহ করত।
এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট গত সপ্তাহের শেষের দিকে ইসরায়েলের কর্মকর্তাদের জানিয়েছে, তাদের সেনাবাহিনীর প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ‘ইউনিট ৮২০০’ কোম্পানির শর্ত অমান্য করেছে। ইসরায়েলের সেনাবাহিনী মাইক্রোসফটের ‘আজুর’ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে পর্যবেক্ষণের বিশাল ডেটা সংরক্ষণ করেছিল।
ইসরায়েল-ফিলিস্তিনি স্বত্বাধিকারী পত্রিকা ‘প্লাস৯৭২’ এবং হিব্রু ভাষার সংবাদমাধ্যম ‘লোকাল কল’ এর সাথে গার্ডিয়ান যৌথভাবে তদন্তটি পরিচালনা করেছিল। মাইক্রোসফট ও " ইউনিট ৮২০০" যেভাবে সংবেদনশীল গোয়েন্দা তথ্যের বিশাল ভান্ডার আজুরে স্থানান্তরের পরিকল্পনা করেছিল তা গার্ডিয়ানের যৌথ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।
