সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ক্যারিবীয় অঞ্চলে এক ভয়ানক তাণ্ডব চালিয়েছে হারিকেন মেলিসা। ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, প্লাবিত হয়ে গেছে আশেপাশের অনেক এলাকা। ঝড়ে নিহত হয়েছে অন্তত ২৫ জন। জ্যামাইকা, হাইতি ও কিউবায় ঘরবাড়ি, হাসপাতাল ও সড়ক সবকিছু ধ্বংস হয়ে গেছে। দ্বীপ দেশগুলোর বহু এলাকা এখনও বিদ্যুৎবিহীন ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে।

মঙ্গলবার জ্যামাইকাতে আঘাত হানে ক্যাটাগরি-৫ মাত্রার হারিকেন মেলিসা, যেটি দেশটির ইতিহাসে রেকর্ড করা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড়। ধীরে ধীরে এর প্রভাব আরো বেশি স্পষ্ট হচ্ছে। ঝড়ের প্রভাবে দেশটিতে অন্তত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।

জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস বলেছেন, ‘হাসপাতাল, আবাসিক ও বাণিজ্যিক ভবনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।'

জ্যামাইকাতে তাণ্ডব চালিয়ে হারিকেন মেলিসা আঘাত হানে হাইতিতে। ঘণ্টাতে প্রায় ১৮০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টি সেখানেও বহু ক্ষয়ক্ষতি করেছে। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস–কানেল জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন। বুধবার সন্ধ্যার পরে ঝড়টি বাহামাসের দিকে অগ্রসর হয়। সেখানে বিপজ্জনক জলোচ্ছ্বাসের আশঙ্কা করা যাচ্ছে। এরপরে এই ঝড়টি আরো উত্তরে বারমুডা হয়ে শুক্রবার রাতে কানাডার সেন্ট জনস শহরের নিকট গিয়ে প্রবল এক্সট্রা-ট্রপিকাল সাইক্লোনে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর