যুক্তরাজ্যের মসজিদে আগুন, তদন্তে পুলিশ
দক্ষিণ ইংল্যান্ডের একটি মসজিদে আগুন দেয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে পূর্ব সাসেক্সের পিসহ্যাভেনের ফিলিস অ্যাভিনিউতে এই ঘটনা ঘটে। একে মুসলিম বিদ্বেষমূলক অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। এই ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে দেশটির পুলিশ।
এক বিবৃতিতে সাসেক্স পুলিশ বলেছে, এই ঘটনায় কেউ আহত না হলেও মসজিদের মূল প্রবেশপথ ও বাইরে পার্কিংয়ে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাত ১০টার পূর্বে পিসহ্যাভেন শহরের ওই মসজিদে অগ্নিনির্বাপণকর্মীদের ডাকা হয়েছিল।
মসজিদের একজন মুখপাত্র জানিয়েছেন, মর্মান্তিক এই হামলায় মুসলিম সম্প্রদায় গভীরভাবে শোকাহত। যদিও এই ঘটনার ফলে মসজিদ ভবন ও যানবাহনের ক্ষতি হয়েছে কিন্তু কেউ হতাহত হয়নি।ব্রাইটন অ্যান্ড হোভ মুসলিম ফোরামের চেয়ারম্যান তারিক জং ম্যানচেস্টার ও পিসহ্যাভেন এরূপ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
