সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার হঠাৎ বিধ্বস্ত হয়েছে। আধঘণ্টার ব্যবধানে বিধ্বস্ত হওয়া এই এয়ারক্রাফট দুটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ-এর অংশ ছিল। 

মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ হতে উড্ডয়ন করা একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার রবিবার বিকেলে আধঘণ্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়া সত্ত্বেও পাঁচজন ক্রুয়ের সবাই জীবিত আছেন। কিন্ত দুর্ঘটনাতে মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা মানদণ্ড নিয়ে বেশ প্রশ্ন উঠছে।

ফ্লিটের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় পতিত হওয়ার পরে এমএইচ-৬০আর সি হক হেলিকপ্টারের তিন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়। আর এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমানের দুই পাইলটও ইজেক্ট করে নিরাপদে উদ্ধার হয়েছেন বলে জকনা যায়। মোট পাঁচজন ক্রু ‘সুরক্ষিত এবং স্থিতিশীল অবস্থায়’ আছেন।

এই দুইটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন সামরিক কর্তৃপক্ষ।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর