সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা কাটিয়ে উঠার জন্য সমঝোতাতে পৌঁছেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটররা। যার ফলে রেকর্ড ৪০ দিন যাবত চলা শাটডাউনের অবসান হবে বলে ধারণা করা হচ্ছে।

সরকারি ব্যয়ের বাজেট পাস রিপালিকান ও ডেমোক্র্যাটদের মাঝে মতবিরোধের জন্য কেন্দ্রীয় সরকারের কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

ডেমোক্র্যাটিক আইন প্রণেতাদের একটি দল সিনেটে রিপাবলিকানদের সাথে আলোচনা করে একটি চুক্তিকে সমর্থন দিয়েছে। এর ফলে ৪০ দিনের অচলাবস্থার পরে যেকোনো অগ্রগতির এটি প্রথম পদক্ষেপ। এ চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে সরকারি পরিষেবা সম্পূর্ণভাবে ফের চালু করার পথ প্রশস্ত করতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

কিন্ত এখনও বেশ কিছু বাধা আছে। এই চুক্তিটি এখনও পর্যন্ত হাউস অব রিপ্রেজেনটেটিভসে পাস হওয়া দরকার। পাশাপাশি চুক্তির বিরোধিতাকারী ডেমোক্র্যাটরা এই প্রক্রিয়াটি ধীর করে দিতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

শাটডাউনের জন্য লাখ লাখ সরকারি কর্মকর্তারা বেতন পাচ্ছেন না।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর