নোবেল পেলেন তিন মার্কিন বিজ্ঞানী
চলতি বছর পদার্থে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন তিন বিজ্ঞানী, তারা হলেন- জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস। তারা তিন জনই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক।
মঙ্গলবার (৭ই অক্টোবর) পদার্থ বিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি।
বৈদ্যুতিক বর্তনীর মাঝে স্থূল কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং ও শক্তির কোয়ান্টাইজেশন আবিষ্কারের কারণে জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট ও জন এম মার্টিনিসকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
এর পূর্বে ২২৬ জন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। একমাত্র জন বারডিন দুইবার পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী হয়েছেন। দুইবারই যৌথভাবে নোবেল পুরস্কার পান তিনি।
স্বাধীনতার বার্তা / মেবি
