সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

আজ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে খবর দিয়েছে যে, ইসরাইলি গণমাধ্যমে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ গাজার পুরো জনগণকে দক্ষিণের রাফাহ শহরের ধ্বংসস্তূপের উপর তৈরি এক ‘মানবিক শহর’-এ স্থানান্তরের জন্য সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

  • কাটজ বলেন, প্রথম পর্যায়ে আল-মাওয়াসি এলাকা থেকে বিতাড়িত প্রায় ৬ লাখ ফিলিস্তিনিকে ওই শিবিরে রাখা হবে এবং পরবর্তী সময়ে গাজার ২১ লাখ জনগণকেই সেখানে স্থানান্তর করা হবে।

কাটজ তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, ফিলিস্তিনিরা যে হামাসের সদস্য নয় তা নিশ্চিত করার জন্য সবাইকে স্ক্যানের মধ্য দিয়ে শিবিরে প্রবেশ করতে হবে। শিবিরে প্রবেশের পর তাদের বের হওয়ার অনুমতি দেওয়া হবে না এবং গাজার পুরো জনগণকে ওই অঞ্চলে আটকে রাখা হবে।

কাটজ বলেন, গাজাবাসীদের অন্য দেশে অভিবাসনের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রস্তাব করেছিলেন, তা বাস্তবায়নের জন্যও তিনি প্রস্তুত। তিনি আরও জানান, পরিস্থিতি অনুকূল হলে ইসরাইল ও হামাসের মধ্যে যে ৬০ দিনের যুদ্ধবিরতির আলোচনা চলছে, তার সময়কালেই শিবির নির্মাণের কাজ শুরু হতে পারে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর