সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সর্বপ্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে হারিয়ে এক নতুন ইতিহাস গড়েন ডেমোক্র্যাট পার্টি সমর্থিত এই রাজনীতিক।

নির্বাচনি ফলাফলে দেখা যায়, ৩৪ বছর বয়সী মামদানি পেয়েছেন মোট ১০ লাখ ১৮ হাজার ১৯০ ভোট, যেটি মোট ভোটের প্রায় ৫০.৩ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমো পেয়েছেন মোট ৮ লাখ ৪১ হাজার ৪৭৬ ভোট, যেটি মোট ভোটের ৪১.৬ শতাংশ। অপরদিকে রিপাবলিকান পার্টি সমর্থিত কার্টিস স্লিওয়া পেয়েছেন মাত্র ১ লাখ ৪৪ হাজার ৫৫৪ ভোট, যেটি মোট ভোটের ৭.১ শতাংশ।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টার দিকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ হয়েছে রাত ৯টার দিকে। গোটা বিশ্বের নজর ছিল এ নির্বাচনের দিকে। ভোটকেন্দ্র বন্ধ হওয়ার সাথে সাথেই বার্তা সংস্থা এপি মামদানির বিজয়ের খবর নিশ্চিত করেছে। উত্তেজনাপূর্ণ এই নির্বাচনে মামদানির জয় ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করেছে।

নিউ ইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশন জানায়, ১৯৮৯ সালের পরে এইবারই প্রথম শহরটিতে ভোটারদের উপস্থিতি ২০ লাখ ছাড়িয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পূর্বে বোর্ড একটি বিবৃতিতে বলে, এইবার ভোটার উপস্থিতির হার এক ঐতিহাসিক মাত্রাতে পৌঁছেছে।

৮৪ লাখেরও অধিক মানুষের এই শহর অর্থনীতি ও সংস্কৃতির বৈশ্বিক শক্তিকেন্দ্র। সে শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও প্রথম আফ্রিকাতে জন্ম নেয়া নেতা হিসেবে ইতিহাসে নাম লেখালেন মামদানি।

এ নির্বাচনকে ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশক হিসেবেও দেখা হচ্ছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর