১০ লাখ মুসলিম মর্যাদার সঙ্গে বসবাস করবেন : মেয়র মামদানি
আমেরিকার নিউইয়র্কের ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে তরুণ এবং প্রথম মুসলিম মেয়র হিসেবে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি (৩৪)। তিনি গুরুত্বপূর্ণ এই মার্কিন সিটির ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হলেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন মামদানি।
জয়ের পর তার প্রথম জনসভায় মামদানি বলেছেন, 'নিউইয়র্কে ইসলামোফোবিয়ার কোনো স্থান নেই'। নিউইয়র্কবাসী আমাকে পরিবর্তনের জন্য ম্যান্ডেট এবং একটি নতুন ধরণের রাজনীতির জন্য ম্যান্ডেট প্রদান করেছেন।
মামদানি বলেন, আমার বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক রাজবংশের পতন ঘটিয়েছি। আমি পরাজিত প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে (৪০ শতাংশ ভোট পেয়েছেন) ব্যক্তিগত ভাবে শুভকামনা জানাই। নিউইয়র্কের নতুন প্রজন্মকে ধন্যবাদ, আমরা তোমাদের জন্য লড়াই করব কারণ আমরা তোমাদেরই। নিউইয়র্ক শহর এই মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছে, আমরা এতদিন ধরে আমাদের নিঃশ্বাস আটকে রেখেছি।
নিউইয়র্ক অভিবাসীদের শহর হিসেবেই থাকবে। অভিবাসীদের দ্বারা নির্মিত, অভিবাসীদের দ্বারা পরিচালিত এবং আজ রাত থেকে একজন অভিবাসীর নেতৃত্বে।
আপনি একজন অভিবাসী হোন বা ট্রান্স জেন্ডার হোন- আমরা সব নগরবাসীকে সমানভাবেই ভালোবাসী। ডোনাল্ড ট্রাম্প অনেক কৃষ্ণাঙ্গ নারীকে ফেডারেল চাকরি থেকে বরখাস্ত করেছেন।
তিনি আরও বলেন, জিনিসপত্রের দাম কমার অপেক্ষায় থাকা সিঙ্গেল মাদার অথবা অন্য কেউ যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে- আপনার সংগ্রামও এখন থেকে আমাদের। আমার মা এবং বাবা ছাড়াও আপনাদের কাছে আপনাদের ছেলে হতে পেরে খুব গর্বিত।
