সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডে অভিবাসন বিভাগের এক বিশেষ অভিযানে নানা অভিযোগে ৪৬৮ বিদেশিকে গ্রেপ্তার করা হয়। এর মাঝে ১৭৪ জনই হলো বাংলাদেশি। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়েছে।

দেশটির সরকারি বার্তা সংস্থা বারনামা জানায়, এ অভিযানে অভিবাসন বিভাগের মোট ৫৪৭ জন সদস্য অংশ নেয়। পাহাড়ি অঞ্চলের চারটি জোনজুড়ে ব্যবসায়িক এলাকা, নির্মাণকাজের স্থান ও সবজিখামারে এই অভিযান চালানো হয়েছে।

অনেক বিদেশিকেই সবজি প্যাক করার সময় গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষের উপস্থিতি টের না পাওয়ার জন্য তারা পালানোর সুযোগ পায়নি। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাআবান জানায়, কমিউনিটির অভিযোগের ভিত্তিতে এক মাস পূর্বেই এই অভিযানটি পরিকল্পনা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বিদেশিদের মাঝে আছে মিয়ানমারের ১৭৫ জন, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ায় ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জুন ও ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন, কম্বোডিয়াতে ১ জন করে গ্রেপ্তার হয়।

এদের মাঝে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী ও ৪ জন শিশু আছে । গ্রেপ্তারকৃতদের বয়স ২০ হতে ৫৪ বছরের মাঝে ও তাদের কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে বলে জানা যায়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর