সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টাওয়ারটির তৃতীয় ভবনে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (১ নভেম্বর) সকালে আগুন লাগার এ ঘটনা ঘটেছে।সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের একটি প্রতিবেদন হতে এ তথ্যটি জানা গেছে। 

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক হাসান আস'আরী ওমর বলেন, দ্রুত ঘটনাস্থলে ফায়ার ইঞ্জিন ও দমকল কর্মীদের পাঠানো হয় ও বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলমান আছে। ধারণা করা যাচ্ছে ভবনের উপরের তলাতে একটি রেস্তোরাঁতে আগুন লেগেছিল।

এই ঘটনার পরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবনের আগুন, ধোঁয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ফলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনাতে এখন অব্দি কোনো রকম হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও আগুন লাগার সঠিক কারণ জানার জন্য তদন্ত ইতোমধ্যেই শুরু করা হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর