সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

চলমান গ্রীষ্মে হজযাত্রীদের স্বস্তি দিতে মক্কার কাবা চত্বরে বসানো হয়েছে বিশ্বের বৃহত্তম শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই অত্যাধুনিক এসি ইউনিটের সম্মিলিত সক্ষমতা ১ লাখ ৫৫ হাজার টন, যা বিশাল এলাকাজুড়ে ঠাণ্ডা পরিবেশ নিশ্চিত করতে সক্ষম।

প্রযুক্তিগত বিবরণ ও অবস্থান

  • দুটি শক্তিশালী ইউনিট নিয়ে গঠিত এই ব্যবস্থা—প্রথমটির শীতলীকরণ সক্ষমতা ১ লাখ ২০ হাজার টন, অপরটির ৩৫ হাজার টন।

  • ইউনিট দুটি স্থাপন করা হয়েছে হজের ব্যস্ততম প্রবেশপথ শামিয়া গেটআজিয়াদ স্টেশনের পাশে, যেখানে হজযাত্রীদের চলাচল সবচেয়ে বেশি।

  • এটি ছাদযুক্ত এলাকাগুলোর তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস সীমায় স্থির রাখবে।

  • শুধু ঠান্ডা বাতাস নয়, এটি সরবরাহ করবে ৯৫% পর্যন্ত জীবাণুমুক্ত করা বিশুদ্ধ বাতাস, যা হজযাত্রীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

পরিচালনা ও ব্যবস্থাপনা

এই প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে দ্য জেনারেল অথরিটি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মস্কস। হজ মৌসুমে এসি ব্যবস্থা ২৪ ঘণ্টা সচল থাকবে, যাতে মুসল্লিদের সর্বোচ্চ আরাম ও স্বস্তি নিশ্চিত করা যায়।

কেন এত গুরুত্বপূর্ণ এই উদ্যোগ?

সৌদি আরবে বর্তমানে গ্রীষ্মকাল চলছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হচ্ছে। ইতোমধ্যেই হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে কমপক্ষে ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন প্রেক্ষাপটে এই বৃহৎ শীতাতপ ব্যবস্থা হজযাত্রীদের জন্য পরম আশীর্বাদ হয়ে এসেছে।

চলমান প্রস্তুতি ও বাড়তি উদ্যোগ

  • এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৪ জুন ২০২৫ থেকে।

  • ইতোমধ্যে ১৫ লাখের বেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • তীব্র গরম মোকাবিলায় সৌদি সরকার নিয়েছে অতিরিক্ত ব্যবস্থা—শীতলীকরণ ইউনিট, ছায়াযুক্ত পথ, পানি ছিটানোর ব্যবস্থা, এমনকি স্মার্ট হিট মনিটরিং সিস্টেম পর্যন্ত চালু করেছে।

হজের তাৎপর্য ও সৌদি সরকারের প্রয়াস

হজ ইসলামের অন্যতম স্তম্ভ। সামর্থ্যবান মুসলমানদের জীবনে একবার হজ পালন ফরজ। প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মুসলমান মক্কায় সমবেত হন এই পবিত্র দায়িত্ব পালনে।

সৌদি সরকারের এই বৃহৎ প্রকল্প প্রমাণ করে, তারা শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং হজযাত্রীদের আরাম, স্বাস্থ্য ও নিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই উদ্যোগ নিঃসন্দেহে হজ পালনে স্বস্তি ও শারীরিক স্বাচ্ছন্দ্য বাড়াবে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর