গাজায় সহায়তা করার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহমুদ আব্বাস
গাজার মানবিক সংকট মোকাবেলাতে সহায়তার ঘোষণাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) একটি প্রতিবেদনে দেশটির সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এই তথ্য জানায়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে কৃতজ্ঞতা প্রকাশ করে একটি চিঠি পাঠান তিনি। ওই চিঠিতে তিনি চীনের পক্ষ হতে ফিলিস্তিনি রাষ্ট্রকে ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা প্রদানের ঘোষণার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সহায়তা গাজায় চলমান মানবিক সংকট কমাতে ও প্রাথমিক পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে ব্যবহৃত হবে বলে জানানো হয়। প্রেসিডেন্ট আব্বাস চীনের নীতিগত, অটল অবস্থান ও ফিলিস্তিনি জনগণের প্রতি চীনা নেতৃত্বের মানবিক ও নৈতিক সংহতির প্রশংসা করেন।
তিনি উল্লেখ করেন যে, চীনের সহায়তা ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা, তাদের ভূমির স্থিতিশীলতা নিশ্চিত করা ও দখলদারিত্বের আগ্রাসন ও শত্রুতাপূর্ণ নীতি মোকাবেলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাধীনতার বার্তা / মেবি
