সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন। রবিবার (২৬ অক্টোবর) একটি সাংবিধানিক ঘোষণাতে নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন তিনি।

আরব নিউজের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মাহমুদ আব্বাস তার ঘনিষ্ঠ সহযোগী ও সিনিয়র কর্মকর্তা হুসেইন আল-শেখকে অস্থায়ীভাবে উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন।

দেশটির সাংবিধানিক ঘোষণাতে বলা হয়, প্রেসিডেন্টের পদটি যদি সাময়িকভাবে শূন্য হয় তাহলে আল-শেখ সাময়িকভাবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন ও ৯০ দিনের মাঝে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এইদিকে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা বলেছে, আল-শেখ বর্তমানে পিএলওর নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন। তিনি ৯০ দিনের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে বলা হয়। এসময়ের মাঝে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। নিরাপত্তা অথবা রাজনৈতিক কারণে নির্বাচন বিলম্বিত হলে সময়সীমা কেবল একবারের জন্য বাড়ানো যেতে পারে।

নতুন ঘোষণাতে ২০২৪ সালের সাংবিধানিক ডিক্রি নং ১ বাতিল করা হয়, যেখানে উল্লেখ ছিল ফিলিস্তিনি জাতীয় পরিষদের (পিএনসি) চেয়ারম্যানকে প্রেসিডেন্টের উত্তরসূরি হিসেবে নির্ধারণ করা হবে। 

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন, গাজা ও পশ্চিম তীরের মাঝে দ্বন্দ্ব ও ২০০৬ সালের পর হতে কোনো রকম জাতীয় নির্বাচন না হওয়ার কারণে তার প্রশাসন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর