সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কড়া সমালোচনা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এই সময় তিনি গাজায় চলমান মানবিক বিপর্যয়ে নিরাপত্তা পরিষদের নিরব ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এখানে কোনো কাজ করছে না, একদমই না।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে যৌথ এক সংবাদ সম্মেলনে এইকথা বলেছেন তিনি। শনিবার (২৫ অক্টোবর) রাতে একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

প্রতিবেদনে লুলা দা সিলভা বলেছেন, সম্প্রতি বড় বড় যুদ্ধগুলো যারা আরম্ভ করেছে, সেই সকল দেশগুলোই নিরাপত্তা পরিষদের সদস্য। কারো কোনো পরামর্শ অথবা কোনো প্রকার জবাবদিহিতা ছাড়াই তারা এসব যুদ্ধ করছে।

তিনি বলেছেন, জাতিসংঘ তাদের কাজ স্থগিত করে দিয়েছে, যার ফলে পৃথিবীতে কার্যকর কোনো বৈশ্বিক নেতৃত্ব আর নেই। লুলা প্রশ্ন তুলেছেন, ফিলিস্তিনের গাজায় যখন দীর্ঘদিন যাবত গণহত্যা ও মানবিক বিপর্যয় চলমান রয়েছে, তখন এই দেশগুলো কীভাবে নিরব থাকতে পারে?”

প্রেসিডেন্ট লুলা তিন দিনের এক সরকারি সফরে বর্তমানে কুয়ালালামপুরে আছেন। ২০২৩ সালের জানুয়ারিতে ফের ক্ষমতায় ফেরার পরে এটিই তার প্রথম মালয়েশিয়া সফর। আসিয়ান সম্মেলনে যুক্ত হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও বৈঠক হওয়ার কথা আছে তার।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর