সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

জাতিসংঘের অধিবেশনে লন্ডন শহরে মেয়র ‘শরিয়াহ আইন’ জারি করতে চান বলে অভিযোগ তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এমন বক্তব্যকে ‘অযৌক্তিক’ বলে নাকচ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

আইটিভি লন্ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, “শরিয়া আইন প্রচলনের ধারণাটি নিরর্থক এবং সাদিক খান একজন খুব ভালো মানুষ।” তিনি আরও বলেছেন, “ট্রাম্পের সাথে আমার দ্বিমত খুব স্বল্পই হয়, তবে এটি ট্রাম্পের ভুল ভাবনা।”

সাদিক খান ২০১৬ সালে লন্ডনের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন এবং এরপর তিনি আরো দুইবার জয়ী হন। বর্তমানে তিনি যেকোনো ব্রিটিশ রাজনীতিবিদের মধ্যে সবচেয়ে অধিক সরাসরি ক্ষমতাপ্রাপ্ত।

ট্রাম্প ও সাদিক খানের মাঝে দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ চলে আসছে, যার সূচনা হয় ২০১৭ সালে খানের পক্ষ হতে ট্রাম্পের মুসলিম দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার আলোচনার পর হতে।

জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প ইউরোপের অভিবাসন নীতির আলোচনার সময় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনকে উল্লিখন করে বলেছেন, " তারা এখন শরিয়া আইনে যেতে চায়" এবং মেয়র সাদিক খানকে "ভয়ানক এবং ভয়ঙ্কর মেয়র" বলে আখ্যায়িত করেন।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর