গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ লন্ডনে গ্রেপ্তার ৫০০
গাজায় ইসরাইলের চলমান হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও পর্তুগালে যুদ্ধ বন্ধের দাবিতে রাস্তায় নামে হাজার হাজার মানুষ।
গাজায় ইসরাইলের হামলার সমাপ্তি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া পরিকল্পনার কিছু অংশ হামাস মেনে নেয়ার ঘোষণা দেয়ার পর এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনা ও মাদ্রিদে বিক্ষোভে অংশ নেয় ফিলিস্তিনপন্থি হাজারো মানুষ। কয়েক সপ্তাহ পূর্ব হতেই এ বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছিল।
পুলিশ জানায়, বার্সেলোনায় শনিবারের বিক্ষোভে প্রায় ৭০ হাজারেরও বেশি মানুষ অংশ নেয়।গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনে সহায়তা যাত্রার প্রতি সংহতি জানিয়ে ইতালিতে বিক্ষোভ করেছে কয়েক লাখেরও বেশি মানুষ।শনিবার মধ্য লন্ডনে বিক্ষোভ হতে পুলিশ অন্তত ৪৪২ জনকে গ্রেপ্তার করে। দ্য গার্ডিয়ান তার একটি প্রতিবেদনে এই সংখ্যা ৫০০ বলে জানিয়েছে। সদ্য প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য সরকার।
এছাড়াও আয়ারল্যান্ডের ডাবলিনে বিক্ষোভ করেছেন হাজার ফিলিস্তিনপন্থি মানুষ। গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরাইলের উপর নিষেধাজ্ঞা জারির জন্য আয়ারল্যান্ড সরকারের প্রতি আহ্বান জানান তারা।